মার্কিন বিমান হামলায় ৮ আফগান সেনা নিহত


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২০ জুলাই ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে আট আফগান সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সোমবার সকালে রাজধানী কাবুলের দক্ষিণে অবস্থিত লোগার প্রদেশের একটি সেনা চৌকিতে এ ঘটনা ঘটে। আফগানিস্তানের সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, দু’টি হেলিকপ্টার আফগান পতাকাবাহী ওই চেকপয়েন্টে হামলা চালায়। এতে আট সেনার মৃত্যু হয়। আহতদের উদ্ধার কাজ চলছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘটনার তদন্ত করছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।