৭০ বছর পর মিতসুবিশির ক্ষমা প্রার্থনা


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২০ জুলাই ২০১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের কারাবন্দিদের দিয়ে জোর করে কাজ করানোর জন্য ৭০ বছর পর ক্ষমা প্রার্থনা করেছে জাপানের বহুমুখি ব্যবসায়ী প্রতিষ্ঠান মিতসুবিশি।

সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী হিকারু কিমুরা দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কারাগারে বন্দি মার্কিনিদের দিয়ে খনিতে জোর করে কাজ করায় মিতসুবিশি। তার জন্য তিনি ক্ষমা প্রর্থনা করছেন।

জাপানের কোনো প্রতিষ্ঠান হিসেবে মিতসুবিশি এই প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় ক্ষমা প্রার্থনা করলো।

জাপানের কারাগারে নির্যাতরে শিকার ৯৪ বছর বয়সী জেমস মারফি অনুষ্ঠানে ক্ষমা প্রর্থনার পত্রটি গ্রহণ করেন। এ সময় নির্যাতিত আরো একজন কারাবন্দি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেমস মারফি বলেন, ‘আজ এক অপূর্ব দিন ৭০ বছর ধরে আমরা এমন একটি দিনের আশা করেছি।’

তিনি আরো বলেন, ‘কিমুরার ক্ষমা প্রার্থনার বিবৃতি আমি মন দিয়ে শুনেছি এবং এটি অত্যন্ত আন্তরিক, বিনয়ী ও উদঘাটনমূলক।’

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।