মেক্সিকোতে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত ৫
মেক্সিকোর মন্টেরেই নগরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ তেল কোম্পানি পেমেক্সের একটি গ্যাসের পাইপলাইন বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নুয়েভো লিওন রাজ্যের জন নিরাপত্তা প্রধান জর্জ ক্যামেচো রিঙ্কন জানান, নগরীর বাইরে ওই পাঁচ জনের ছিন্নভিন্ন মৃতদেহ পাওয়া গেছে। খবর এএফপির।
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের কাছে দুটি ড্রিল মেশিন পাওয়া গেছে। কয়েকজন লোক অবৈধভাবে তেল সংগ্রহের সময় এ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
আরএস/পিআর