সন্তান জন্ম দিলেই জমি দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৩ নভেম্বর ২০১৮

তৃতীয় সন্তানের জন্ম হলেই হাতে হাতে একটি জমি-এমন প্রস্তাব আনা হচ্ছে ইতালির নতুন বাজেটে। যেসব দম্পতি ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে তৃতীয় সন্তান জন্ম দেবেন, তাদের একটি চাষজমি দেয়া হবে। 

গোটা ইউরোপে সব থেকে কম জন্মহার ইতালিতে। গত বছর ৪ লাখ ৬৪ হাজার শিশুর জন্ম হয়েছে। ফলে ক্রমেই ইতালিতে বাড়ছে বৃদ্ধের সংখ্যা।

বিজ্ঞাপন

ইতালির কৃষিমন্ত্রী জিয়ান মার্কো সেন্টানাইও বলেছেন, ইতালিতে খুব কম শিশু রয়েছে। এটা আটকাতে হবে।

দেশটিতে সরকারি জমি রক্ষণাবেক্ষণ খরচসাপেক্ষ। বিক্রি করাও মুশকিল। এসব জমি দীর্ঘদিন ধরে অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে। এ ছাড়া প্রায়ই রক্ষণাবেক্ষণের জন্য জমি বিক্রি করতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, গ্রামাঞ্চলের লোকদের যাদের এখনও সন্তান রয়েছে, তাদের উৎসাহ দিতে জমি দেয়া হবে। কোনো দম্পতি তৃতীয় সন্তান জন্ম দিলেই তাদেরকে এই জমি দেয়া হবে। তারা এ জমি ২০ বছর রাখতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারের হাতে ৫ লাখ হেক্টর কৃষিজমি রয়েছে। তার দাম প্রায় ১০০ কোটি ইউরো। আর জমির এই সুবিধা পাবেন বিবাহিত দম্পতিরাই। এ ছাড়া যেসব বিদেশি ইতালিতে কমপক্ষে ১০ বছর বসবাস করেছেন, তারাও এই সুবিধা পাবেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দেশটির সমালোচকদের মতে, বহু ইতালিয়ান যুবকই সন্তান জন্ম দিতে উৎসাহিত নন। কারণ তারা বেকার। কর্মরত দম্পতিদের জন্য এ ব্যাপারে সরকারি কোনো উৎসাহ দেয়া হয় না। এক্ষেত্রে সরকারের নতুন প্রস্তাব এসব যুবকদের সন্তান নিতে উৎসাহিত করবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।