৩০ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৪ মার্চ ২০১৯

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিকই মনে করেন আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে ওয়াশিংটন। নতুন এক মতামত জরিপ এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের চালানো এ মতামত জরিপে দেখা গেছে, মার্কিন ১০ জন পূর্ণ বয়সী নাগরিকের মধ্যে ৬ জনই মনে করেন ২০৫০ সালের মধ্যেই যুক্তরাষ্ট্র বিশ্বে প্রভাব হারিয়ে স্বল্প গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে।

জরিপে আরও দেখা গেছে, মার্কিন সব বর্ণ এবং গোত্রের মানুষই এমন ধারণা পোষণ করছেন। তবে শ্বেতাঙ্গ এবং তুলনামূলকভাবে অধিকতর শিক্ষিত মানুষদের মধ্য এ ধারণার ব্যাপক বিস্তার ঘটেছে।

জরিপের ভিত্তিতে পাওয়া তথ্যে দেখা যায়, মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য এবং সমর্থকদের ৬৫ শতাংশ এ ধারণা পোষণ করছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির সদস্য এবং সমর্থকদের মধ্যে ৫২ শতাংশ মনে করছেন যে ২০৫০ সালের বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, অনেক মার্কিন নাগরিকই মনে করেন বিশ্বে চীনের প্রভাব বাড়বে। এ ছাড়া, আগামী ৩০ বছরের মধ্যে চীন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করবে নিশ্চিতভাবে এমন ধারণা ব্যক্ত করেছেন অনেকে। অন্যদিকে কেউ কেউ বলেছেন, এমনটি ঘটনার সম্ভাবনা রয়েছে।

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যৎ, জাতীয় ঋণ এবং স্বাস্থ্যখাতে ব্যয়ের বিষয়ে মার্কিন জনগণ কেবল হতাশাই ব্যক্ত করেছেন। খবর পার্সটুডে

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।