প্রেমিকের ঝাড়ফুঁকে হাসপাতালের আইসিইউতে প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ এএম, ০৯ জুলাই ২০১৯

প্রেমিকের ঝাড়ফুঁকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক প্রেমিকা। পেশায় নার্স কেলি উইলসন (৩১) নামের ওই প্রেমিকা চারদিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ঘটনা যুক্তরাজ্যের।

নার্সের অভিযোগ, তার বয়ফ্রেন্ড ঝাড়ফুঁকের সময় তার শরীরে এক ধরনের ওষুধ প্রয়োগ করেন। আর তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

অভিযুক্ত প্রেমিকের নাম হসাম মেটলি (৫৮)। তিনি একজন অ্যানেসথেটিস্ট এবং পেইন স্পেশালিস্ট। ব্যথা নিরাময়ের নামে প্রেমিকার বাসায় তিনি তাকে ওই ওষুধ প্রয়োগ করেন।

এ ঘটনার পর উইলসনের স্নায়ুবিক সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শরীরে প্রাণঘাতী পদার্থ প্রয়োগ করে গুরুতর জখমের অভিযোগ আনা হয়েছে।

সূত্র: ডেইলি মেইল

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।