রাজবাড়ীতে প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন


প্রকাশিত: ০৫:৩২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রতিবেশীর হাতে আরেক প্রতিবেশী আব্দুল জব্বার (৫০) নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদেরকে রাজবাড়ী সদর হাসপাতাল ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের দেওয়ালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত জব্বার ওই এলাকার হাকিম মোল্লার ছেলে। আহতরা হলেন, একই এলাকার হাবীব মোল্লা (৪৫), মুসা মোল্লা অপর দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জব্বারের বাড়ির গাছের মেহেদী পাতা তোলা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে রাতে প্রতিবেশী আরজু ও তার পরিবারের সদস্যরা মিলে রোববার রাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা  করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল জব্বার ঘটনাস্থলেই মারা যান। এতে আরও বেশ কয়েকজন আহত হন।

কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির জাগো নিউজকে জানান, মেহেদী পাতা তোলা নিয়ে দুই প্রতিবেশী আরজু ও জব্বারের মধ্যে ঝামেলা ছিল। তারই জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে আরজুসহ চার জনকে আটক করা হয়েছে।

ঘটনাটি তদন্তে সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রুবেরুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।