তুর্কি এয়ারলাইন্সের প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা তুর্কি এয়ারলাইন্স। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত হাতেগোনা কয়েকটি বাদে আন্তর্জাতিক সব রুটেই বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে তুর্কি এয়ারলাইন্স জানিয়েছে, আজ থেকে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, হংকং, মস্কো ও আদ্দিস আবাবা বাদে বাকি সব রুটের ফ্লাইট বন্ধ থাকবে। তবে, আগের মতোই স্বল্পসংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট ও কার্গো পরিচালনা অব্যাহত রাখবে তারা।
এদিকে, তুরস্কে রোববার করোনা আক্রান্ত আরও নয়জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন।
তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা জানিয়েছেন, দেশটিতে মৃতদের সবাই বয়োজ্যেষ্ঠ ছিলেন। সেখানে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ২৫৬ জনের ফলাফল পজেটিভ এসেছে।
রোববার এক ঘোষণায় তুরস্ক জানিয়েছে, করোনা সংক্রমণের কারণে এখন থেকে দেশটির সরকারি কর্মচারীরা বাসায় থেকেই কাজ করতে পারবেন। অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীদের জন্যেও কাজের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
সূত্র: আল জাজিরা, ডেইলি সাবাহ
কেএএ/এমএস