মহামারির ভয়ঙ্কর রূপ দেখা শেষ ইতালি-ফ্রান্সের!

করোনা মহামারিতে মাত্র কয়েক সপ্তাহেই মৃত্যু উপত্যকায় পরিণত হওয়া ইতালি ও ফ্রান্সে অবশেষে প্রাণহানির হার কমতে শুরু করেছে। ফলে দেখা দিয়েছে নতুন আশার আলো। বিশেষজ্ঞদের ধারণা, হয়তো এর মধ্যেই মহামারির সবচেয়ে ভয়ঙ্কর সময়টি পার হয়ে এসেছে তারা।
রোববার ইতালিতে ৪৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি। গত ১৯ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে এটাই একদিনে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা। শনিবারও সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬১৯ জন।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৩১৫ জন। একদিন আগেও সেখানে প্রাণহানি হয়েছিল ৩৪৫ জনের।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন, মারা গেছেন ১৯ হাজার ৮৯৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজারেরও বেশি।
ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৭০ জন, মারা গেছেন ১৪ হাজার ৪১২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৪৬৯ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১৮ লাখ ৫০ হাজার ৫২৭ জন, প্রাণ গেছে ১ লাখ ১৪ হাজার ২৪৫ জনের। এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।
সূত্র: আল জাজিরা
কেএএ/পিআর