শততম জন্মদিনে ক্যাপ্টেন থেকে কর্ণেল হলেন করোনাযোদ্ধা টম মুর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পিএম, ৩০ এপ্রিল ২০২০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিলেন সম্মুখ সমরের যোদ্ধা। ব্রিটিশ সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার সময় ছিলেন ক্যাপ্টেন। ১৯৪৫ সালে শেষ হওয়া দ্বিতীয় বিশ্বকযুদ্ধের অনেক যোদ্ধাই তো পৃথিবী ছেড়ে চলে গেছেন। অনেক বড় বড় জেনারেল পৃথিবীকে বিদায় জানিয়েছেন বহু আগে। কিন্তু কাপ্টেন টম মুর দিব্যি বেঁচে আছেন এখনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জীবন্ত কিংবদন্তি হয়তো খুঁজলে আরও কয়েকজন পাওয়া যাবে।

কিন্তু নিজের জন্মশতবর্ষের আগে এসে যে অসাধারণ কাজ করে বসলেন ক্যাপ্টেন টম মুর, তা অবিশ্বাস্যই নয় শুধু অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকলো। যে ব্যক্তি ঘরে বসে নিজের মৃত্যুর প্রহর গোনার কথা, তিনি কি না করোনাভাইরাসের এই মহামারির সময়ে ঘরে বসে থাকতে পারলেন না।

tom moor

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের জন্য ফান্ড সংগ্রহের উদ্যোগ নেন এই শতবর্ষী। সে কারণে জাস্টগিভিং- ওয়েবসাইটের মাধ্যমে তিনি আবেদন জানান ১০০০ পাউন্ড দান করার জন্য। এ জন্য তিনি ঘোষণা দেন, বেলফোর্ডশায়ারের মারস্টন মোরেটাইনে তার বাড়ির বাগানকে ১০০বার প্রদক্ষিণ করবেন তিনি।

অবিশ্বাস্য সাড়া পড়ে তার আবেদনে। এখনও পর্যন্ত মাত্র তিন সপ্তাহে ৩০ মিলিয়ন পাউন্ড (৩০০ কোটিরও বেশি টাকা) জমা হয়েছে তার করোনাভাইরাস ফান্ডে। ইংল্যান্ডজুড়ে নতুন ‘নায়কে’র মর্যাদা পাচ্ছেন ক্যাপ্টেন টম মুর। মোড়ে মোড়ে তার নামে বিলবোর্ড স্থাপন করা হয়েছে ব্রিটেনে করোনায় বিধ্বস্ত মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে। বিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল বাল তার নামে গান রচনা করেছেন, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন...।’

সেই করোনাযোদ্ধা টম মুরের আজ জন্মশত বার্ষিকী। ১৯২০ সালের ঠিক এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটেনের সাবেক এই সেনা কর্মকর্তা। শততম জন্মদিনের আগে যে কাজ করে দেখালেন তিনি, তাতে জাতীয় নায়কে পরিণত হয়ে গেছেন।

tom moor

সারা ব্রিটেন থেকে তাই তার জন্মদিনে আসতে শুভেচ্ছা বার্তা। দু’দিন আগেই টম মুরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রায় ১ লাখ ২০ হাজারের বেশি শুভেচ্ছ কার্ড এসে পৌঁছেছে টম মুরের বাড়িতে। আজ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছিল ১ লাখ ৪০ হাজারে।

তবে শততম জন্মদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি যে উপহারটা পেলেন ক্যাপ্টেন মুর, সেটি হচ্ছে সম্মাানসূচক কর্ণেল উপাধি। শততম জন্মদিনে এসে তার র‌্যাঙ্ক বাড়লো একধাপ। টম মুরের শততম জন্মদিনটি স্মরণীয় হয়ে থাকলো তার সম্মানে আয়োজিত র‌য়্যাল ব্রিটিশ এয়ারফোর্সের একটি ফ্লাইপাস্ট-এর আয়োজন এবং একই সঙ্গে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রধানমন্ত্রী বরিস জনসনের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায়।

রাণী দ্বিতীয় এলিজাবেথ তার পাঠানো শুভেচ্ছা বার্তায় টম মুরকে ‘কর্ণেল টম’ বলেই সম্বোধন করেছেন। তার পক্ষ থেকেই টম মুরের কাছে পাঠানো হয় সম্মানসূচক ‘কর্ণেল’ উপাধি সম্বলিত পত্র এবং র‌্যাঙ্ক। আর্মি ফাউন্ডেশন কলেজের পক্ষ থেকে এই প্রথম কাউকে সম্মানসূচক কর্ণেল উপাধি দেয়া হলো।

tom moor

শততম জন্মদিনে মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত টম মুর। তবে ভক্তদের প্রতি তিনি একটাই বার্তা দিয়েছেন জন্মদিনে, ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

নিজের শততম জন্মদিন সম্পর্কে ক্যাপ্টেন মুর বলেন, ‘আমি শততম জন্মদিন পার করছি, এটা সত্যিই অসাধারণ একটি ঘটনা। তার চেয়েও অসাধারণ হচ্ছে, এই যে এত শুভাকাঙ্খী, তাদেরকে সঙ্গে নিয়ে আমি কিছু করতে পেরেছি। তারা আমার হাঁটার (নিজের বাগানে ১০০ বার প্রদক্ষিণ করা) এই উদ্যোগের সঙ্গে সঙ্গী হয়েছে এবং আমাকে একা হাঁটতে দেয়নি।’

সবার প্রতি আহ্বান জানিয়ে টম মুর বলেন, ‘যারা আমার আহ্বানে সাড়া দিয়ে অনুদান দিয়েছেন, আমার জন্মদিনে কার্ড ও উপহার সামগ্রী পাঠিয়েছেন এবং শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। দয়া করে সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আশা করি আগামীকাল আমাদের জন্য খুব ভালো একটি বার্তা বয়ে আনবে এবং দিনটি হবে খুব ভালো।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।