টানা ৩ দিন এক হাজারের বেশি মৃত্যু দেখল ব্রাজিল
ব্রাজিলে করোনাভাইরাস মহামারির প্রকোপ দিনদিন বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজারের বেশি, যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৬ হাজার ৪১৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জন।
আক্রান্তের সংখ্যার পাশাপাশি লাতিন আমেরিকার দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। বৃহস্পতিবারসহ টানা তিনদিন দেশটিতে দৈনিক এক হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন ১ হাজার ১৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৫৪ জন।
দেশটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৬০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত সপ্তাহে রাশিয়াকে টপকে বিশ্বে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ দেশ হিসেবে নাম লেখায় ব্রাজিল। অথচ দেশটিতে সংক্রমণ শুরু হয়েছিল অনেক পরে।
সম্প্রতি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এক বিশ্লেষণের মাধ্যমে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে আগামী ৪ আগস্টের মধ্যে ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ২৫ হাজারের বেশি। এমনকি দেশটিতে সর্বোচ্চ ২ লাখ ২১ হাজার মানুষের মৃত্যুও হতে পারে।
সূত্র: সিএনএন
কেএএ/এমএস