দ. আমেরিকা থেকে দ. এশিয়া অভিমুখী করোনা
করোনাভাইরাসের উৎপত্তি এশিয়ায়, সেখান থেকে ইউরোপ হয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকায় তাণ্ডব চালাচ্ছে এটি। এই পথেই ৪ লাখ ৩৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে, প্রাণঘাতী করোনা আবারও এশিয়ায় ফিরছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তৈরি হতে যাচ্ছে এর নতুন হটস্পট।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার, মৃত্যু ৯ হাজার ৯০০ পেরিয়েছে; পাকিস্তানে: আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার বেশি, মৃত্যু ২ হাজার ৮০০ পার, বাংলাদশে আক্রান্ত ৯৪ হাজারের বেশি, মৃত্যু ১ হজার ২০০ ছাড়িয়েছে।
এছাড়া, নেপালে আক্রান্ত ৬ হাজার ৫০০, মৃত ১৯; শ্রীলংকায় আক্রান্ত ১ হাজার ৯০০, মৃত ১১; মালদ্বীপে আক্রান্ত ২ হাজারের বেশি, মারা গেছেন ৮ জন। ভুটানে ৬৭ জন আক্রান্ত হলেও মারা যাননি কেউ।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল, পেরু, চিলিতে সংক্রমণ বাড়ছে দ্রুত। করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় বিশ্বে দ্বিতীয় ব্রাজিল। দেশটিতে এরইমধ্যে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯১ হাজার, প্রাণ হারিযেছেন ৪৪ হাজারের বেশি মানু। পেরুতে আক্রান্ত ২ লাখ ৩২ হাজার, মৃত্যু ছয় হাজার, চিলিতে ১ লাখ ৭৯ হাজারের বেশি আক্রান্ত, মৃত তিন হাজারের মতো।
বিশেষজ্ঞদের মতে, একসময় করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্র ছিল ইউরোপ। পরে তা উত্তর আমেরিকায় ধাবিত হয়। এখন এর কেন্দ্র দক্ষিণ আমেরিকা। ধারণা করা হচ্ছে, এরপর দক্ষিণ এশিয়াই হবে করোনার নতুন কেন্দ্র।
সূত্র: বিবিসি
কেএএ/