ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৫ জুলাই ২০২০

ভূমিকম্পে ফের কেঁপে উঠল কাশ্মীরের লাদাখের কার্গিল এলাকা। ভারতের স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭।

দেশটির ন্যাশনাল সেন্টার সিসমোলজি (এনসিএস) জানায়, কার্গিল থেকে ৪৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই কম্পন আঘাত হানে।

ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠেছিল লাদাখের কার্গিল। ওইদিন রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।