ভিক্টোরিয়ায় মাস্ক না পরলে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৯ জুলাই ২০২০

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের কিছু অংশে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। করোনার সংক্রমণ বাড়তে থাকায় বুধবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ভিক্টোরিয়ার মেয়র ড্যানিয়েল অ্যান্ড্রিউস রোববার এক বিবৃতিতে জানিয়েছেন যে, মেলবোর্ন এবং মিচেল শায়ার মেট্রোপলিটনের মধ্যবর্তী এলাকাগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।

কেউ মুখে মাস্ক ছাড়া ধরা পড়লে তাকে ২শ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে। অ্যান্ড্রিউস জানিয়েছেন, শনিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৬৩ জন। ফলে ওই রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৯৬।

তিনি আরও বলেন, আমরা ভিক্টোরিয়ায় মাস্ক বাধ্যতামূলক করতে যাচ্ছি। দেশের অন্যান্য অংশেও এই ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এখনও পর্যন্ত করোনার কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। মানবজাতিকে এই প্রাণঘাতী ভাইরাস থেকে রক্ষা করতে বিশ্বের বেশ কিছু দেশের বিজ্ঞানীরা ইতোমধ্যেই ভ্যাকসিন আবিষ্কারে অনেকটাই এগিয়ে গেছেন। অনেক দেশেই করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে।

ভ্যাকসিন না আসা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহারের প্রতি জোর দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। সে কারণে অনেক দেশেই এর মধ্যেই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু দেশে মাস্ক না পরার জন্য জরিমানাও ধার্য করা হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮০২ জন। এর মধ্যে মারা গেছে ১২২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮ হাজার ২৭৩ জন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে অধিকাংশই এখন সুস্থ। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৩ হাজার ৪০৭টি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।