কথা বলার সময়ও ছড়াতে পারে করোনাভাইরাস: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২২ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে এ তথ্য অনেক আগেই জানিয়েছেন গবেষকরা। এবার জানা গেল, রোগীরা কথা বলা ও শ্বাস-প্রশ্বাস নেয়ার সময়ও ছড়াতে পারে প্রাণঘাতী ভাইরাসটি, যেতে পারে পারে দুই মিটারেরও (ছয় ফুট) বেশি দূরত্বে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেব্রাসকার এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। যদিও তাদের এ গবেষণার ফলাফল এখনও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নেব্রাসকার গবেষকরা পাঁচজন কোভিড-১৯ রোগীর হাসপাতালের বেডের নিচের ৩০ সেন্টিমিটার ওপর থেকে বাতাসের নমুনা সংগ্রহ করেন। এসময় রোগীরা স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিলেন, কেউ কেউ কাঁশছিলেনও। ফলে, তাদের মুখ থেকে মাইক্রোড্রপলেট (অতিক্ষুদ্র তরলকণা) বা অ্যারোসল বের হচ্ছিল।

গবেষকরা জানিয়েছেন, এধরনের মাইক্রোড্রপলেট বাতাসে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।

নেব্রাসকার গবেষকরা হাসপাতাল থেকে এক মাইক্রন ব্যাস আকারের মাইক্রোড্রপলেট সংগ্রহ করেন এবং সংগৃহীত ১৮টি নমুনার মধ্যে গবেষণাগারে তিনটির প্রতিলিপি তৈরি করতে সক্ষম হন।

ইউনিভার্সিটি অব নেব্রাসকা মেডিকেল সেন্টারের সহযোগী অধ্যাপক জোশুয়া সান্টারপিয়া জানান, তাদের গবেষণার ফলাফলে দেখা গেছে, মানুষ মাইক্রোড্রপলেটের মাধ্যমে করোনায় আক্রান্ত হতে পারে।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।