সংক্রমণ ছাড়াল ৫৪ লাখ, জরুরি বৈঠক ডেকেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০

দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর এনডিটিভি।

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতের বেশ কিছু রাজ্যে আশঙ্কাজনকহারে করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। বর্তমানে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র এবং অন্ধ্র প্রদেশ-সহ বেশ কিছু রাজ্য করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৬০৫ জন। ফলে দেশটিতে এর মধ্যেই আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৬১৯।এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৯৪ হাজার ৬১২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ভারতে সুস্থতার হার ৭৯ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মারা গেছে ১ হাজার ১৩৩ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ হাজার ৭৫২ জন।

ভারতে মোট সংক্রমণের ৬০ ভাগই মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তরপ্রদেশের। সেপ্টেম্বরের শুরু থেকেই ভারতে দৈনিক সংক্রমণ প্রায় লাখের কাছাকাছি।

সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত মাসেই বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি। সে সময় তিনি বলেছিলেন যে, দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি রাজ্যে যদি সংক্রমণ কমানো যায় তবেই ভারত করোনাকে পরাজিত করতে পারবে।

তবে সংক্রমণ বাড়তে থাকলেও দেশটিতে সুস্থতার হারও বেশি। এর মধ্যেই ৪৩ লাখের বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে সুস্থতার হার ৭৯ দশমিক ৬৭ শতাংশ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।