ভারতে সুস্থতার হার ৮০ শতাংশ
ভারতে একদিনের ব্যবধানেই দৈনিক সংক্রমণ লাফিয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৫২৭। অথচ একদিন আগেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ হাজার ৮৩।
বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ পেরিয়ে গেছে। তবে দেশটিতে দৈনিক সংক্রমণের চেয়ে সুস্থতার হারও বেড়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮৯ হাজার ৭৪৬ জন। যা নতুন আক্রান্তের তুলনায় বেশি। টানা পাঁচদিন ধরেই নতুন আক্রান্তের চেয়ে দৈনিক সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়তে দেখা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে মোট ৪৫ লাখ ৮৭ হাজার ৬১৩ জন। দেশজুড়ে সুস্থতার হার ৮০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৮৫ জন। দেশটিতে করোনা মহামারি শুরুর পর এখন পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যুহার ১ দশমিক ৫৯ শতাংশ।
ভারতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস সাড়ে ৯ লাখের বেশি। দেশটিতে দৈনিক নমুনা সংগ্রহও বাড়ানো হয়েছে। প্রতিদিন ১২ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত মোট সাড়ে ৬ কোটির বেশি মানুষের দেহে করোনার পরীক্ষা করা হয়েছে।
গত আগস্ট থেকেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে সংক্রমণ বাড়তে দেখা গেছে। অপরদিকে সেপ্টেম্বরের শুরু থেকেই প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল গড়ে প্রায় ৯০ হাজার।
এখন পর্যন্ত ভারতের মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ১২ লাখ মানুষ। অপরদিকে মারা গেছে ৩৩ হাজার ৪০৭ জন। সংক্রমণে মহারাষ্ট্রের পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তরপ্রদেশ।
টিটিএন/জেআইএম