স্ত্রীর জ্বালাময়ী বক্তৃতার পর নওয়াজের জামাতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৯ অক্টোবর ২০২০

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের স্বামী সফদার আওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ইমরান খানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে মরিয়ম জ্বালাময়ী ভাষণ দেয়ার পর তার স্বামীকে গ্রেফতার করা হলো।

ইমরান খান ও তার নেতৃত্বাধীন সরকারকে দেশ চালানোর অযোগ্য অভিহিত করে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম) নামে বিরোধী জোট গঠন করে বিক্ষোভ করছে পিএমএল-এনসহ পাকিস্তানের ১১টি রাজনৈতিক দল। রোববার করাচিতে দ্বিতীয়বার বিশাল সমাবেশ করে ওই জোট।

দেশটির জাতীয় দৈনিক ডন অনলাইনের খবরে বলা হয়েছে, মরিয়ম নওয়াজ ওই বিক্ষোভে ইমরান খানের সরকারের পদত্যাগ দাবি করে জ্বালাময়ী ভাষণ দেয়ার পর করাচির একটি হোটেল থেকে তার স্বামীকে গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার দেশটির গুজরানওয়ালা শহরে প্রথমবার বিক্ষোভ সমাবেশ করে বিরোধীরা।

মরিয়ম নওয়াজ সোমবার এক টুইট বার্তায় লিখেছেন, ‘করাচিতে আমি যে হোটেলে অবস্থান করছি পুলিশ জোরপূর্বক আমার সেই হোটেল কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার পর ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করে।’ তবে পুলিশ যে তাকে গ্রেফতার করেছে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

এদিকে ক্ষমতাসীন দল পিটিআইয়ের নেতা ও পাকিস্তানের সমুদ্রসম্পদবিষয়ক মন্ত্রী আলী জিয়াদি বলেন, ‘মরিয়ম আবার মিথ্যা বলছেন। হোটেলের দরজা ভেঙে পুলিশ ঢোকেনি।’ সফদারকে করাচির আজিজ ভাট্টি থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে ডন। করাচির সরকারবিরোধী বিক্ষোভে স্লোগান দিতে দেখা গিয়েছিল তাকে।

বিরোধী দলগুলো ইমরান খানকে সেনাবাহিনীর সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসা ব্যর্থ প্রধানমন্ত্রী অভিহিত করে বিক্ষোভ, র‌্যালি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। রোববার করাচিতে প্রধান বিরোধী দলগুলোর নেতারা উপস্থিতি ছিলেন। জানুয়ারিতে ইসলামাবাদে লংমার্চের আগে আরও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে বিরোধীদের।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।