গ্রিসে এবার বেজিসদৃশ প্রাণীতে মিলল করোনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৩ নভেম্বর ২০২০

গ্রিসের উত্তরাঞ্চলের দুটি খামারে বেজিসদৃশ প্রাণী মিঙ্ক-এ করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর- রয়টার্স।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ফার্ম দুটি থেকে ২৫০০ মিঙ্ক সংগ্রহ করে মেরে ফেলা হবে বলে জানান ওই কর্মকর্তা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ডেনমার্কে মিঙ্কের শরীরে ভিন্ন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর দেশটিতে থাকা মোট ১ কোটি ৭০ লাখ মিঙ্কের সবগুলোকে সংগ্রহ করে মেরে ফেলার পরিকল্পনা করে ডেনিশ কর্তৃপক্ষ।

জানা গেছে, গ্রিসের ওই ফার্ম দুটির মালিকও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং ফার্মের সব কর্মচারিকেও কোভিড টেস্ট করা হয়েছে।

প্রসঙ্গত, বেজিসদৃশ এই লোমশ প্রাণীটি থেকে পশম সংগ্রহ করা হয়। গ্রিসের উত্তরাঞ্চলীয় এলাকা কোজানি এবং কাস্তোরিয়ায় এই শিল্প ব্যাপক জনপ্রিয়। সেখানেই এই ফার্ম দুটি অবস্থিত।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।