করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৫ কোটি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৬ নভেম্বর ২০২০

বিশ্বে প্রাণঘাতী করোনা সংক্রমণের প্রকোপ বাড়ছেই। এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ৮৬৫ জন। এর মধ্যে মারা গেছে ১৩ লাখ ২৫ হাজার ৯২ জন।

তবে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ১৪৩ জন। গত ডিসেম্বরে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত দুই শতাধিক দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে সংক্রমণ আবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা গেছে। এক সপ্তাহেরও কম সময়ে দেশটিতে সংক্রমণ ১০ লাখে পৌঁছেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে।

সংক্রমণের বিস্তার রোধ করতে ইতোমধ্যেই অনেক অঙ্গরাজ্য ও শহরে নতুন করে বিধি-নিষেধ জারি করা হয়েছে। এদিকে, সোমবার থেকে শিকাগোতে ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা জারি হচ্ছে। গত ৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে সংক্রমণ ছিল ১ কোটি। এক সপ্তাহ যেতে না যেতেই দেশটিতে আরও প্রায় ১০ লাখ মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ২৫ হাজার ৪৬।

তবে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৯। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৫১ হাজার ৯০২ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৬৯ লাখ ৩৭ হাজার ২৩৬ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৪১ লাখ ৭৮ হাজার ৯১৭। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৭০৩ জন।

এদিকে, করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ৪৫ হাজার ৬১৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩০ হাজার ১০৯। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮২ লাখ ৪৯ হাজার ৫৭৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৪৩৫ জন।

তবে ভারতে গত ৪ মাসের মধ্যে দৈনিক সংক্রমণ সবচেয়ে কমেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৫৪৮ জন। এর আগে গত জুলাই মাসের ১৫ তারিখে সবচেয়ে কম সংক্রমণ দেখা গেছে। সে সময় দৈনিক সংক্রমণ ছিল ৩০ হাজারের কম। সরকারি হিসাব অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৯ হাজার ৪২৯।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬৫ হাজার ৮১১ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৫২ লাখ ৯১ হাজার ৫১১ জন।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮১ হাজার ৮২৭। এর মধ্যে মারা গেছে ৪৪ হাজার ৫৪৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৩৯ হাজার ৮১০ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪৮ হাজার ৬০৩। এর মধ্যে মারা গেছে ৩৩ হাজার ৪৮৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৪ লাখ ৫৩ হাজার ৮৪৯ জন। অপরদিকে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯২ হাজার ৬০৮ এবং মারা গেছে ৪০ হাজার ৭৬৯ জন।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।