‘তাড়ি খেলে করোনার ভয় নেই’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২০

‘তাড়ি খেলে করোনার ভয় নেই। তাড়ি গঙ্গাজল থেকেও বেশি বিশুদ্ধ। এর রোগ-প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।’

এমনটাই জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা ভীম রাজভর।

সোমবার রাতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ কথায় রীতিমতো হাসির রোল উঠেছে।

অনুষ্ঠানে ভীম বলেন, ‘যদি কেউ তাড়ি খান অনেক বেশি পরিমাণে, তাহলে তার করোনার কোনো ভয় নেই। আমাদের পরিবারে শিশুরা ছোট থেকে বড়ই হয় তাড়ি খেয়ে।’

নিজ দলের নেতার মুখে এসব কথা শুনে কে কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না ৷ অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই অস্বস্তিতে পড়েন।

সমাজবাদী পার্টির নেতা ওম প্রকাশ রাজভর অবশ্য বলেন, ‘কিছু মানুষ ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। তাদের কথা বিশ্বাস না করাই উচিত। এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো।

উল্লেখ্য, তাড়ি তাল বা খেজুরের রস গাঁজানো এক ধরনের মদবিশেষ। গ্রীষ্মের সকালে গ্রাম বাংলায় ঠান্ডা, মিষ্টি, উত্তেজক এই পানীয়টির সন্ধান মেলে। বেলা গড়িয়ে এই রস যখন ‘গঁজিয়ে’ হয়ে নেশার সামগ্রীতে রূপান্তরিত হয়, তখন তার কদর বাড়ে নেশারুদের মধ্যে।

বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।