ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০২১

ইরান জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরনের প্রবেশ ঠেকাতে ভারতীয় যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর রয়টার্সের।

ইরানের বেসামরিক বিমান সংস্থা স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছে, ইরান থেকে ভারত ও পাকিস্তানে যাওয়ার ও দেশ দুটি থেকে ইরানে আসার সকল ফ্লাইট রোববার মধ্যরাত থেকে স্থগিত রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ভারতীয় যাত্রীদের প্রত্যক্ষ ও পরোক্ষ পরিবহন স্থগিত’ করতে অনুরোধ করেছেন।

তবে ইরানে ভারতীয় ভাইরাসের ধরনে কেউ আক্রান্ত হয়েছেন এমন খবর এখনও পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট হাসান রুহানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেছেন, ‘ভারতীয় করোনাভাইরাস আমাদের জন্য একটি নতুন হুমকি।’

তিনি বলেন, ‘ভারতীয় ভাইরাস যুক্তরাজ্যের ও ব্রাজিলের ধরনের চেয়ে বেশি বিপজ্জনক।’

রুহানি আরও বলেন, ‘পূর্বাঞ্চলের সকল প্রদেশকে নিশ্চিত করতে হবে যে আক্রান্ত ব্যক্তিরা যেন সীমান্ত পার হয়ে দেশে প্রবেশ করতে না পারে।’

ইরানের পূর্ব দিকের প্রদেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এছাড়া পারস্য উপসাগর দিয়েও ইরানে প্রবেশ করা যায়।

ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। করোনার চতুর্থ ঢেউ রোধে বর্তমানে দুই সপ্তাহের লকডাউনে রয়েছে দেশটির অধিকাংশ প্রদেশ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন ২০ হাজার জনেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার জনের।

দেশটির ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিও আগাচ্ছে ধীর গতিতে।

এমকে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।