ভারতের অবস্থা হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু : ডব্লিউএইচও প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৭ এপ্রিল ২০২১

ভারতে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতিতে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়াসুস। সতর্কবাণী উচ্চারণ করে তিনি বলেন, ভারতের রেকর্ড সংক্রমণ হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু। এই সঙ্কট মোকাবিলায় দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

করোনাভাইরাস সংক্রমণের জেরে যখন ভারতের হাসপাতালগুলোর অবস্থা নাজেহাল, তখন এসব কথা বললেন তিনি।

প্রায় এক সপ্তাহ ধরে ভারতীয় হাসপাতালগুলো করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রোগীদের স্বজনরা হাসপাতালের বেড এবং অক্সিজেনের সহায়তা চেয়ে মর্মস্পর্শী পোস্ট দিচ্ছেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজধানী দিল্লি।

টেড্রোস বলেন, 'জরুরি সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ডব্লিউএইচও তার সবটুকু করছে।'

ভারতের অবস্থা হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু : ডব্লিউএইচও প্রধান

অন্যান্য সহায়তার পাশাপাশি হাজার হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জানান তিনি।

ডব্লিউএইচও জানায়, ইতোমধ্যে তারা ভারতে বিভিন্ন প্রোগ্রামের ২৬০০ বিশেষজ্ঞ পাঠিয়েছে।

নতুন করে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে ওঠায় ভারত সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বাড়িতেও মাস্ক পরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। সেবা দিতে ফেরানো হচ্ছে অবসরপ্রাপ্ত চিকিৎসকদেরওসহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যও। আরও কয়েকটি রাষ্ট্র সহায়তার ঘোষণা দিয়েছে। সহায়তার হাত বাড়িয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলও।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।