ভারতে ১০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৯ এপ্রিল ২০২১

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ সামলাতে ভারতে ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলারেরও বেশি মূল্যের মেডিক্যাল উপকরণ সহায়তা হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই এসব সহায়তা ভারতে পৌঁছাতে শুরু করবে এবং এই প্রক্রিয়া আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।

বাইডেন প্রশাসনের পাঠানো সহায়তা উপকরণগুলোর মধ্যে রয়েছে এক হাজার অক্সিজেন সিলিন্ডার, দেড় কোটি এন৯৫ মাস্ক, ১০ লাখ র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট (আরডিটি)।

এছাড়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার কাছে যুক্তরাষ্ট্রের টিকা উপকরণের নিজস্ব অর্ডারও ভারতে পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। সেগুলো দিয়ে ভারতীয়রা অন্তত দুই কোটি ডোজ করোনা টিকা উৎপাদন করতে পারবে।

jagonews24

বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মহামারি শুরুর দিকে আমাদের হাসপাতালগুলোর সংকটকালীন মুহূর্তে ভারত যেভাবে সহায়তা পাঠিয়েছিল, যুক্তরাষ্ট্রও সেভাবে ভারতের প্রয়োজনের সময় সাহায্য করতে বদ্ধপরিকর।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা সংক্রমণের রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। গত বুধবার সেখানে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। একদিনে এত মানুষ করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড এর আগে দেখেনি বিশ্ব। এদিন করোনাজনিত কারণে দুই লাখ মৃত্যুর ভয়াবহ মাইলফলকও পার হয়েছে ভারত।

সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতে রোগীর চাপ ঠেকাতে হিমশিম খাচ্ছে ভারতের হাসপাতালগুলো। তার সঙ্গে যোগ হয়েছে অক্সিজেনের ভয়াবহ সংকট। প্রায় প্রতিদিনই সেখানে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। এমন মহাবিপদে ভারতকে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ। এমনকি ‘চিরশত্রু’ পাকিস্তানও বিভেদ ভুলে প্রতিবেশীদের সাহায্য করতে চেয়েছে।

সূত্র: রয়টার্স

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।