প্রায় একমাস পর ভারতে দৈনিক সংক্রমণ ৩ লাখের নিচে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ১৭ মে ২০২১

প্রায় এক মাস পর ভারতে দৈনিক সংক্রমণের হার ৩ লাখের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার মানুষ। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জন।

সোমবার (১৭ মে) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ভারতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৫ লাখ ১৬ হাজার ৯৯৭ জন। আর সেরে ওঠার হার ৮৪ দশমিক ৮১ শতাংশ। দেশটিতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৭৪১ জন।

এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।