করোনা থেকে বাঁচতে সাপের মাংস!
সাপের মাংস খেলে নাকি করোনা হয় না! তাই করোনা ছড়িয়ে পড়ার পর থেকেই সাপ ধরে তার মাংস খেয়ে আসছেন ভারতের তামিলনাডুর এক ব্যক্তি। ভাদিভেল নামের ওই ব্যক্তির দাবি, করোনাভাইরাস থেকে বাঁচতে সাপ ও অন্যান্য সরীসৃপের মাংস নাকি মহাওষুধ।
বৃহস্পতিবার ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাপ ধরে কামড়াচ্ছেন ভাদিভেল। সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যাচ্ছে, করোনা সংক্রমণ থেকে বাঁচতে সাপ খাওয়া উচিত। তাই তিনি সাপ খাচ্ছেন।
বিষয়টি রাজ্য প্রশাসনের নজরে আসলে তাকে আটক করে পুলিশ। সাড়ে ৭ হাজার টাকা জরিমানাও করা হয় তার।
পরে প্রশাসন জানায়, এটা অত্যন্ত বিপজ্জনক কাজ। এমন কাজে উৎসাহ দেয়াটাও গুরুতর অপরাধ। যদিও আটক ভাদিভেলের দাবি, ছবিতে দেখানো সাপটি মৃত ছিল।
তবে অনেকেই বলছেন, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ ছিল। কিছু স্থানীয় তাকে এমন কাজে উৎসাহ দিয়ে আসছিল। যারা ওই ব্যক্তিকে উসকানি দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
সূত্র: আনন্দবাজার
এএমকে/জেআইএম