ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু সাড়ে ৩ হাজারের ওপরেই
অডিও শুনুন
৪৫ দিনের মধ্যে ভারতে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে শনিবার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনে।
তবে আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা কমেনি। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৩ লাখ ২২ হাজার ৫১২ জনের মৃত্যু হল এই বৈশ্বিক মহামারিতে।
কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ কম এবং সুস্থতার হার বেশি হওয়ায় ভারতে গত দুই সপ্তাহ ধরে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি। বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন। পাশাপাশি সংক্রমণের হারও গত কয়েকদিনে কমেছে। পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় তা নেমেছে ৯ শতাংশের নিচে।
এদিকে, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়ায় গত এক-দেড় মাসের তুলনায় ভারতের সার্বিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে।
দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সংক্রমণ অনেকটা কমেছে। ওড়িশা, পাঞ্জাব, আসামে সংক্রমণ আগের চেয়ে কমলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এসএস/এমএস