সাইবেরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৯ জুন ২০২১

রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলের কেমেরোভো এলাকায় একটি দুই ইঞ্জিন বিশিষ্ট এল-৪১০ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (১৯ জুন) রুশ গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যদিও জরুরি সেবা সংস্থা সূত্রের বরাতে বার্তা সংস্থা তাস জানিয়েছিল, তানায় বিমানঘাঁটির কাছে ঘটা ওই দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাস আরও জানায়, একটি বনের ভেতরে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে বিমানটির ক্রু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সঙ্কেত পাঠিয়েছিলেন।

দুর্ঘটনায় আহতদের এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

রাশিয়ান সিভিল এভিয়েশন অ্যাজেন্সর সাইবেরীয় শাখা রোসাভিয়াৎসা রয়টার্সকে জানায়, ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।