ভিয়েতনামে করোনা ছড়ানোয় ৫ বছরের কারাদণ্ড
করোনাভাইরাস ছড়ানোর অভিযোগে ভিয়েতনামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ব্যক্তি হোম কোয়ারেন্টাইন অমান্য করে অন্যদের সংস্পর্শে গিয়েছিলেন। লোকজনের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার কথা নিজেই স্বীকার করেছেন লে ভান ট্রি নামের ওই ব্যক্তি।
করোনাভাইরাসের হটস্পট হো চি মিন সিটি থেকে গত জুলাইয়ে তিনি তার নিজের শহর চা মাউ প্রদেশে গিয়েছিলেন। ফলে প্রাণঘাতী এই ভাইরাস অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশে ২১ দিনের কোয়ারেন্টাইন নীতি ভঙ্গ করার অভিযোগ উঠেছে ২৮ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে। গত ৭ জুলাই তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরেই তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কিন্তু তিনি কোয়ারেন্টাইন অমান্য করে তার নিজের শহরে গিয়ে লোকজনের সংস্পর্শে আসেন। তিনি জেনেশুনেই অন্যদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছেন।
এক রিপোর্ট অনুযায়ী, লে ভান ট্রি কোয়ারেন্টাইন অমান্য করায় বহু মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনকি তার সংস্পর্শে আসা এক ব্যক্তি গত ৭ আগস্ট করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেন ভান ট্রির কারণে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা মহামারি শুরুর পর বিশ্বের অনেক দেশই যখন বিধ্বস্ত হয়ে পড়েছিল তখন সবাইকে অবাক করে দিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ভিয়েতনাম। অনেক দেশই তখন ভিয়েতনামকে অনুসরণ করেছে। কিন্তু সম্প্রতি দেশটি করোনার কারণে ভয়াবহ সংকটে পড়েছে। সংক্রমণ বাড়তে থাকায় রীতিমত করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে প্রশাসন।
এখন পর্যন্ত দেশটিতে ৫ লাখ ৪০ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে এবং ১৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। গত এপ্রিলের শেষ দিক থেকেই সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কাজনকহারে বাড়তে শুরু করেছে। ফলে ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং বাণিজ্যিক হাব হো চি মিন শহরে গত কয়েক মাস ধরেই কঠোর লকডাউন জারি রয়েছে।
ভিয়েতনামে এর আগেও সংক্রমণ ছড়িয়ে দেওয়ায় বেশ কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত জুলাই মাসে হাই ডোং নামে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
টিটিএন/জেআইএম