জাতিসংঘ অধিবেশনে যাওয়া ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েইরোগা করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যাওয়া প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সংস্পর্শে থাকার কয়েক ঘণ্টা পরই তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়েইরোগা নিউইয়র্কেই থাকবেন। সেখানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে ভালো আছেন। তবে ব্রাজিলের প্রতিনিধি দলের বাকি সদস্যদের করোনা নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে, কুয়েইরোগা সিএনএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, জাতিসংঘের ভবনে থাকাকালীন পুরো সময়ই তিনি মাস্ক পরে ছিলেন।

করোনা মহামারির কারণে এবার জাতিসংঘের অধিবেশন উপলক্ষে শহরটিতে যাওয়া বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের করোনারোধী টিকা নেওয়ার প্রমাণপত্র দেখানোর দাবি জানিয়েছিল নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। তবে জাতিসংঘের নিয়মবিরোধী হওয়ায় সেই দাবি ধোপে টেকেনি।

অপরদিকে করোনার টিকা না নিয়েও জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো। তিনি বরাবরই টিকাবিরোধী। করোনায় আক্রান্ত হলেও এখনও টিকা নেননি এ নেতা। বোলসোনারোর দাবি, করোনায় একবার আক্রান্ত হওয়ায় তার আর সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই।

প্রেসিডেন্ট বোলসোনারোর দাবি তার দেশে ভ্যাকসিন কর্মসূচি বেশ সফল। প্রাপ্তবয়স্ক যারা ভ্যাকসিন নিতে চান তারা সবাই আগামী নভেম্বরের মধ্যেই টিকার দুই ডোজ পাবেন বলে উল্লেখ করেছেন তিনি। করোনা সংক্রমণে মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৯১ হাজার ৪৪০ জন্য করোনায় প্রাণ হারিয়েছেন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।