সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ সেপ্টেম্বর ২০২১
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বিশ্বে করোনায় আক্রান্ত ২৩ কোটি ৪০ লাখ ছাড়ালো
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এ ভাইরাসে আট হাজার ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮৫ হাজার ৮৭২ জন। এ নিয়ে সারাবিশ্বে এ ভাইরাসে চার কোটি ৪০ লাখেরও বেশি রোগী সংক্রমিত হলো। এর আগের দিন সারাবিশ্বে সাত হাজার ৯২৪ জনের মৃত্যু ও চার লাখ ২৬ হাজার ৫৩৫ জন আক্রান্ত হন।
দুই ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েল
পশ্চিম তীর ও জেরুজালেমে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে একজন নারী। বৃহস্পতিবার পশ্চিম তীরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেনিনের আল সিলাহ আল হারিথিয়া গ্রামে ২২ বছর বয়সী আলা নাসের মোহাম্মদ জায়ুদ ইসরায়েল বাহিনীর গুলিতে নিহত হন। অপরদিকে জেনিনের দক্ষিণের কাবাতিয়া গ্রামে নিহত হন ইসরা খুজাইমা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জায়ুদের গায়ে চারটি বুলেট বিদ্ধ হয়েছে। দু'টি তার বুকে লেগেছে, একটি তার ঘাড়ে এবং অন্যটি তার ডান উরুতে আঘাত করেছে।
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ১১৬
ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির ইতিহাসে কারাগারে সবচেয়ে ভয়াবহ দাঙ্গার ঘটনা এটি।
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না যুক্তরাষ্ট্র
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক বা উন্নয়নের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো পরিকল্পনা করছে না এবং অন্য দেশকেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য উৎসাহ দিচ্ছে না।
গত বুধবার (২৯ সেপ্টেম্বর) সিরিয়ার সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং পুরোপুরি খুলে দিয়েছে জর্ডান। এই ঘটনার পর রয়টার্সের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, তারা কি সিরিয়া এবং জর্ডানের মধ্যকার সম্পর্ক উন্নয়নের এই বিষয়টিকে সমর্থন করবে কিনা। তারপরেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার কথা জানানো হলো।
মিয়ানমারে বিপর্যয় রোধে ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
মিয়ানমারের সংকট দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে, এমনকি এর বাইরেও ছড়িয়ে পড়ে বৃহৎ সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘপ্রধান আন্তোনিও গুতেরেস। এমন ‘বহুমুখী বিপর্যয়’ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থাপিত এক প্রতিবেদনে এ আহ্বান জানান সংস্থাটির মহাসচিব।
বাহরাইনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক সফর
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ ঐতিহাসিক সফরের অংশ হিসেবে বাহরাইনে পৌঁছেছেন। গত বছর দুই দেশের মধ্যে নজিরবিহীন সম্পর্ক স্থাপনের পরই এটা ইসরায়েলের কোনো মন্ত্রীর উপ-সাগরীয় দেশটিতে প্রথম সফর। মিত্র বাহরাইন সরকারের আমন্ত্রণেই এ সফর বিশেষ করে বৃহস্পতিবার তিনি দেশটির মানামায় ইসরায়েলের একটি দূতাবাস উদ্বোধন করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ভ্যাকসিনবিরোধী কন্টেন্ট ব্লক করছে ইউটিউব
ভ্যাকসিনবিরোধী কন্টেন্ট ব্লক করছে ইউটিউব। করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন ছাড়াও অন্যান্য ভ্যাকসিনের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচার বন্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ইউটিউব। যারা ভ্যাকসিনের বিরুদ্ধে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রচার করবে তাদের ইউটিউব চ্যানেল বন্ধ অথবা ব্লক করে দেবে কর্তৃপক্ষ।
চীনের কাছ থেকে ঋণ নিয়ে সমস্যায় বহু দেশ
কিছুদিন আগেও চীন নিজেই বিদেশি অর্থ সহায়তার ওপর নির্ভরশীল ছিল। তবে এখন সবকিছুই পাল্টে গেছে। চীনের কাছ থেকেই এখন উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ নিচ্ছে দেড় শতাধিক দেশ এবং এর পরিমাণ শুনলে অনেকেরই চোখ ছানাবড়া হয়ে যাবে।
নতুন এক হিসাবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্য প্রধান শক্তিধর দেশগুলো অন্য দেশকে উন্নয়নের জন্য যে অর্থসহায়তা দিচ্ছে- তার কমপক্ষে দ্বিগুণ অর্থ দিচ্ছে চীন।
সারাহ এভারার্ড হত্যা, পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড
লন্ডনে সারাহ এভারার্ড নামে ৩৩ বছর বয়সী এক নারীকে অপহরণের পর হত্যার ঘটনায় মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে গ্রেফতার হন তিনি। খবর বিবিসির।
গত ৩ মার্চ দক্ষিণ লন্ডনের ক্লাফাম এলাকায় বন্ধুর বাড়ি থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সারাহ। সে সময় ওয়াইনে কুজেন্স নামের এক পুলিশ কর্মকর্তা তাকে অপহরণ করেন। পরে একটি পার্কে তার মরদেহ পাওয়া যায়।
দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত ২৮ মেডিকেল শিক্ষার্থী
ভারতের মহারাষ্ট্রে একটি মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী নিয়েছে করোনাভাইরাসের দুই ডোজ টিকা। তারা সবাই কিং এ্যাডওয়ার্ড মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী। আক্রান্তদের মধ্যে ২৩ জন দ্বিতীয় এবং সাতজন প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থী বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এমএসএম/জেআইএম