এক লাফে সংক্রমণ বাড়লো নিউজিল্যান্ডে
ছয় সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ বেড়ে গেছে। বৃহস্পতিবার এক লাফেই দৈনিক সংক্রমণ অনেকটা বাড়তে দেখা গেছে। নতুন সংক্রমণের সবই অকল্যান্ড শহরে। ফলে আগামী সপ্তাহেই দেশটির সবচেয়ে বড় এই শহরে লকডাউন আরও বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।
আগামী সোমবার পর্যন্ত কঠোর লকডাউনের আওতায় থাকবে অকল্যান্ডের ১৭ লাখ মানুষ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। করোনা মহামারি শুরুর পর যে কয়েকটি দেশ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তার মধ্যে অন্যতম ছিল নিউজল্যান্ড। কিন্তু দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকেই পরিস্থিতি কিছুটা খারাপ হতে শুরু করেছে।
উপ-প্রধানমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন বলেন, অকল্যান্ডে সংক্রমণ বাড়ার বিষয়টি অপ্রত্যাশিত নয়। তবে সেখানে খুব দ্রুত গতিতেই সংক্রমণ বাড়ছে। তিনি বলেছেন, বিধি-নিষেধ না মেনে বিভিন্ন বাড়ি-ঘরে লোকজনের সমবেত হওয়ার কারণেই এমনটা ঘটছে।
নতুন করে দেশটিতে ৭১ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে, যার সবগুলোই অকল্যান্ডে। একদিন আগেই এই সংখ্যা ছিল ৫৫।
নিউজিল্যান্ডে ২৪ লাখের বেশি মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। কর্মকর্তারা বলছেন, ৯০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হলেই লকডাউন তুলে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।
টিটিএন/জেআইএম