করোনায় একদিনে সাড়ে ৯ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৮ অক্টোবর ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও নয় হাজার ৫৭৬ জন, যা আগের দিনের তুলনায় দুই হাজার ১০১ জন বেশি। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৪৯ লাখ ৮৭ হাজার ৭৬৭ জনে।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও পাঁচ লাখ ১২ হাজার ৩৮২ জন, যা আগের দিনের তুলনায় ৮৮ হাজার ৫৪৫ জন বেশি। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে ২৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে বিশ্বজুড়ে করোনার প্রতি মুহূর্তের আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

jagonews24

গত ২৪ ঘণ্টায় বিশ্বে ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৬১ জন। মারা গেছেন এক হাজার ৫৮৪ জন। এ নিয়ে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৪৪১ জন ও মোট মৃত্যু দাঁড়িয়েছে সাত লাখ ৬৩ হাজার ৩৬১ জনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৩১ হাজার ২০৭ জন। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৫৬ হাজার ১৮ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৩১ হাজার ২০৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেণ ৭৩৪ জন এবং শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৪২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৬৮ জনে। এরমধ্যে মারা গেছেন ছয় লাখ ছয় হাজার ৭২৬ জন। করোনা থেকে সেরে উঠেছেন দুই কোটি নয় লাখ ৬৫ হাজার ২৯৬ জন।

jagonews24

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ৫৬৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৪১ জন। সেরে উঠেছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরের চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এর কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।