ফের নিলামে উঠছে নকল মোনালিসা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ০৬ নভেম্বর ২০২১

পাঁচশ বছর আগে লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা পোট্রেট মোনালিসা বিশ্বের সবেচেয়ে আলোচিত চিত্রকর্ম বললে ভুল হবে না। চারশ বছর আগে ইতালির লিওনার্দো দ্যা ভিঞ্চির সেই ছবির আদলে আরও একটি মোনালিসা এঁকেছিলেন নাম না জানা এক চিত্রকর। সেই নকল মোনালিসা এবার নিলামে উঠতে যাচ্ছে।

প্যারিসে আগামী মঙ্গলবার ( ৯ নভেম্বর) নিলামে উঠবে ছবিটি। এক মাস আগে মোনালিসার নকল আরও একটি ছবি নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছিল।

লিওনার্দো দ্যা ভিঞ্চির প্রকৃত মোনালিসা ফ্রান্সের রাজা কিনে নিয়েছিলেন ১৫১৮ সালে। এটি এখন ল্যুভর জাদুঘরে রাখা আছে এবং কখনও বিক্রি করা যাবে না। যদিও মাঝখানের সময়টায় চুরি হয়ে গিয়েছিল ছবিটি, এমন খবরও চাওড় হয়।

Monalisa-4.jpg

আর্টকিউরিয়াল নিলাম হাউজ জানিয়েছে, তবে মোনালিসার নকল ছবি বিক্রি করা যাবে এবং ১৬শ শতকের সময়কার আরেকটি ছবি নিলামে উঠছে, যেটি হুবহু লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনালিসার মতোই। নিলাম হাঁকা হতে পারে দেড় থেকে দুই লাখ ইউরো।

ম্যাথিউ ফোর্নিয়ার নামে নিলাম হাউজটির এক বিশেষজ্ঞ বলেন, চিত্রকলার সবচেয়ে সুন্দরী নারী মোনালিসা। যেহেতু চিত্রকর্মটি বিক্রির আগে প্রদর্শন করা হয়েছে তা দেখে সবাই মোনালিসার একটি উচ্চমানের সংস্করণের মালিক হতে চায়।

Monalisa-4.jpg

চলতি বছর জুনেও ইউরোপিয়ান এক সংগ্রাহক ১৭ শতকের একটি নকল মোনালিসার ছবি ক্রয় করেন ২ দশমিক ৯ মিলিয়ন ইউরো মূল্যে। ক্রিস্টি প্যারিস সেই নিলাম হেঁকেছিল। এর আগে, ক্রিস্টি নিউইয়র্ক ২০১৭ সালে লিওনার্দোর সালভাদর মুন্ডি চিত্রকর্মটি নিলামে বিক্রি করে ৪৫০মিলিয়ন ডলারে।

যদিও ছবিটি ভিঞ্চির আঁকা মূল ছবি কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। সমালোচকদের কেউ কেউ বলেন,এই ছবিটি অনেক বার আঁকা হয়েছে। এর আগে, ১৯৫৮ সালেও ছবিটি একবার নিলামে বিক্রি হয়। তবে, সেসময়ও এই ছবিটি লিওনার্দো ভিঞ্চিচির চিত্রকর্ম নয় বলে বিতর্ক উঠেছিল।

সূত্র: আল-জাজিরা

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।