সারদায় জড়িতের প্রমাণ পেলে পদত্যাগ : মমতা


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৯ নভেম্বর ২০১৪

সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে পদ ছেড়ে দেয়ার চ্যালেঞ্জ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই চ্যালেঞ্জ দিয়েছেন বলে বুধবার টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মমতা। এছাড়া রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করেছেন তিনি। সারদা কেলেঙ্কারি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে প্রমাণ করতে হবে। তথ্য-প্রমাণ দিতে হবে। এটা আমাদের সময়ে হয়নি। যদি এটি প্রমাণিত করতে পারেন তবে আমি আমার পদ ছেড়ে দেব।

বর্ধমানে বিস্ফোরণ ও এতে তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার অভিযোগ বিষয়ে মমতা বলেন, বর্ধমানের যে বাড়িটিতে বোমা পাওয়া গেছে, সেটি জুলাইতে ভাড়া নেয়া হয়েছিল। তার আগেই মোদি সরকার ক্ষমতায় এসেছে।

সীমান্ত থেকে বাংলাদেশিদের অনুপ্রবেশ বৃদ্ধির জন্য কেন্দ্রকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি জানান, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। অনুপ্রবেশ বেড়ে গেলে সে বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যকে সতর্ক করে দেয়া কেন্দ্রের দায়িত্ব। কিন্তু তারা আমাদের জানায়নি, এটি বন্ধে কোনো পদক্ষেপও নেয়নি...এটা কি আমাদের (রাজ্য) দায়িত্ব?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।