বছরের শেষভাগে রপ্তানি বাড়ানোর চেষ্টায় ভিয়েতনাম, টার্গেট ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ এএম, ০১ ডিসেম্বর ২০২১
ছবি : সংগৃহীত

চলতি বছর করোনাভাইরাস মহামারির মধ্যেও ভিয়েতনামের কৃষি, বনজ ও মৎস্য পণ্য রপ্তানি বার্ষিক লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই তিন খাত থেকে চলতি বছর ৪ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্য ছিল দেশটির। তবে বছরের শেষভাগে বেশ কিছু উৎসব ঘিরে রপ্তানির পরিমাণ বেড়ে যাবে এবং তার ফলে বার্ষিক আয় শেষপর্যন্ত ৪ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়।

দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রী লে মিন হোনের মতে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বড়দিন এবং ২০২২ সালের নববর্ষ ও চন্দ্র নববর্ষ ঘিরে ভিয়েতনামের সামনে কৃষি পণ্য রপ্তানির সুযোগ অনেক বেড়ে যাবে। এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় বাজার হতে চলেছে ইউরোপ। পাশাপাশি, প্রতিবেশী থাইল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গেও ভিয়েতনামের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

ভিয়েতনামিজ কৃষিমন্ত্রী বলেন, আশা করি, সরকারের বিদ্যমান নীতিগুলোর পাশাপাশি স্থানীয় উদ্যোগ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসায়িক কার্যক্রম পুনরুদ্ধারে উত্সাহিত করবে।

বছরের শেষভাগে রপ্তানি বাড়ানোর চেষ্টায় ভিয়েতনাম, টার্গেট ইউরোপ

ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, এ বছর করোনাভাইরাস মহামারির কারণে দেশটির কৃষি, বন ও মৎস্য খাত অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে। বিশেষ করে, গত এপ্রিলে করোনার চতুর্থ ঢেউ ভিয়েতনামের অর্থনীতির মারাত্মক ক্ষতি করেছে। এর কারণে দেশব্যাপী সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, বাধাগ্রস্ত হয় উৎপাদন ও রপ্তানি কার্যক্রম।

বাধা এসেছে আরও অনেক দিক থেকে। মহামারির ছাড়াও ফসল ও গবাদি পশুর রোগবালাই, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, খরা, লবণাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিয়েতনামের কৃষি, বন ও মৎস্য খাত।

ভেঙেপড়া সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারে ধীরগতি, কর্মী সংকট, পরিবহন জটে পণ্য রপ্তানি কঠিন হয়ে পড়েছিল ভিয়েতনামের জন্য। মূলধনের অভাবে কাজ চালিয়ে যেতে পারেনি স্থানীয় অনেক প্রতিষ্ঠান। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধিতেও বাধাগ্রস্ত হয়েছে ব্যবসা-বাণিজ্য।

অথচ এত সব সমস্যার মধ্যেও মূল্য ও পরিমাণের দিক থেকে বহু পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে ভিয়েতনাম সরকার। চলতি বছরের প্রথম ১০ মাসে তাদের কৃষি, বনজ ও মৎস্য জাতীয় পণ্য রপ্তানি হয়েছে আনুমানিক ৩ হাজার ৮৮০ কোটি ডলারের, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ বেশি।

বছরের শেষভাগে রপ্তানি বাড়ানোর চেষ্টায় ভিয়েতনাম, টার্গেট ইউরোপ

এর মধ্যে গত দুই মাসেই কৃষি, বন ও মৎস্য খাত থেকে ৫২০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে ভিয়েতনাম। এখন তাদের লক্ষ্য বছর শেষে মোট রপ্তানির পরিমাণ ৪ হাজার ৪০০ কোটি ডলারে নিয়ে যাওয়া।

ভিয়েতনামের কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজার উন্নয়ন বিভাগের পরিচালক নগুয়েন কুওক তোয়ান বলেন, রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা অর্জন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এখন অন্য মন্ত্রণালয় ও খাতগুলোর সঙ্গে সমন্বিতভাবে প্রচারণামূলক কর্মসূচি চালাবে। এর মাধ্যমে মূলত নতুন রপ্তানি বাজার তৈরির চেষ্টা করা হবে।

তারা ভিয়েতনাম ও প্রতিবেশী চীনের মধ্যে ব্যবসায়িক বাজার এবং নীতিমালা সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। এছাড়া ইভিএফটিএ এবং ইউকেভিএফটিএ চুক্তির অধীনে স্থানীয় কৃষি পণ্যগুলোর কোটা সম্পর্কেও প্রচারণা চালাবে।

সূত্র: ভিয়েতনাম নিউজ

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।