করোনার তহবিল জালিয়াতির চেষ্টায় চীনা নাগরিকের ৪ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ২২ এপ্রিল ২০২২
ছবি সংগৃহীত

করোনার ত্রাণ তহবিল থেকে জালিয়াতির মাধ্যমে দুই কোটি ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা করায় চীনের এক নাগরিককে চার বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ঘটনার সত্যতা স্বীকার করার পর তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।

যুক্তরাষ্ট্রের জেলা জজ রিচার্ড এম বারম্যান তাকে চার বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন। ম্যানহাটনে শুনানি শেষে মুগে মা নামের ওই ব্যক্তিকে এ সাজা দেওয়া হয়।

জজ রিচার্ড বলেন, অপরাধের মাত্রা ও সরকারি অর্থ জালিয়াতির বিরুদ্ধে অন্যদের সতর্ক করতে এ শাস্তি প্রয়োজন ছিল।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ২০২০ সালের মে মাসে ৩৮ বছর বয়সী মাকে গ্রেফতার করে। কারণ তিনি সরকারের পেচেক প্রোটেকশন প্রোগ্রাম ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ঋণ প্রোগ্রাম থেকে দুই কোটি ডলারের বেশি পাওয়ার চেষ্টা করেন। এজন্য তিনি অন্তত পাঁচটি ব্যাংকে আবেদন করেন।

কর্তৃপক্ষ জানায়, তিনি তার নিয়ন্ত্রিত দুটি কোম্পানির মাধ্যমে শত শত কর্মচারীকে মিলিয়ন মিলিয়ন ডলার মজুরি পরিশোধ করেছেন বলে মিথ্যা দাবি করেন। এজন্য ওই ব্যক্তি ব্যাংক, ট্যাক্স, বীমা ও বেতনের ভুয়া নথিপত্র জমা দেন। তাছাড়া কোম্পানি সম্পর্কেও অনেক মিথ্যা তথ্য উপস্থাপন করেন তিনি।

মা যুক্তরাষ্ট্রের একজন বৈধ নাগরিক। ২০২০ সালের মে মাস থেকে তিনি কারাগারে আছেন। তবে সাজার আগে তিনি বেশ কয়েকবার দুঃখ প্রকাশ করেন। ২০১১ সালে তিনি স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যান।

এমএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।