ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১২ জুন ২০২২
ফাইল ছবি

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আন্সা নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনার পর এখনও দুজন নিখোঁজ রয়েছে। হেলিকপ্টারটি টুস্কানির লুসা এলাকা থেকে যাত্রা করেছিল। উত্তরাঞ্চলীয় ত্রেভিসো শহরের উদ্দেশে যাত্রা করেছিল এটি। 

কিন্তু পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া যায়।

দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে সাতজন আরোহী ছিলেন। এদের মধ্যে চারজন তুর্কি ব্যবসায়ী। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।