পোশাক কারখানায় ৪০ লাখের বেশি শ্রমিক কাজ করছে
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে দেশের তৈরি পোশাক কারখানায় কাজ করছে ৪০ লাখেরও বেশি শ্রমিক। এসব শ্রমিক আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজ করছে। কিন্তু তারা যেটুকু সুযোগ সুবিধা পাওয়ার কথা তা আমরা দিতে পারছি না।
বুধবার জাতীয় সংসদে মুন্সিগঞ্জ-১ আসনের সুকুমার রঞ্জন ঘোষের লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের ২৮টি দেশসহ মোট ৫২টি দেশে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ পণ্য রফতানির ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পায়।
ইউরোপিয়ান ইউনিয়নের ২৮টি দেশ, সার্কভুক্ত দেশসমূহ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, তুরস্ক, কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, চিলি, ভুটান, রাশিয়া, বেলারুশ ও কাজাকিস্তানে পণ্য রফতানির ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পায় বলেও জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, দেশীয় শিল্প সংরক্ষণ, উৎপাদনে উৎসাহ প্রদান,আমদানি ব্যবস্থা অধিকতর সহজীকরণ এবং শিল্পের কাচাঁমাল সহজলভ্য করে আমদানি নীতি আদেশ প্রণীত হয়েছে।
সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশের আমদানি ও রফতানি ব্যবধান ক্রমান্বয়ে কমে আসছে বলে জানান তোফায়েল আহমেদ।
এইচএস/একে/আরআইপি