রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে ১৪০০ কিমি হেঁটে দিল্লি যাচ্ছেন ২ যুবক

দীর্ঘদিনের দাবি পূরণ হয়নি। তাই এবার নিজেদের অভাব-অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিলেন মাল ব্লকের ওদলাবাড়ি চা বাগানের দুই যুবক। সোমবার পায়ে হেঁটে মালবাজার থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।
জানা গেছে, ওই দুই যুবকের নাম পিলাতুষ ওড়াও ও শ্যাম ওড়াও। বাড়ি ওদলাবাড়ি চা বাগানের চিরো লাইনে। ১৪০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন তারা।
তারা বলছেন, আদিবাসী সম্প্রদায়ের নানান অভাব-অভিযোগ রয়েছে। তা জানাতেই এবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন দুই যুবক।
পিলাতুষ ওড়াও বলেন, চা বাগানসহ ডুয়ার্স এবং তড়াই এলাকার আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়েই আমাদের এই দিল্লিযাত্রা। প্রচণ্ড গরমে হেঁটে এত দূর যাত্রা করা কঠিন হবে জানি, তবুও আদিবাসীদের কথা মাথায় রেখে এটা আমরা সম্পূর্ণ করবই।
তাদের কথায়, আদিবাসী এলাকায় পানীয় জলের সমস্যা, বেহাল রাস্তাঘাট, আদিবাসীদের জন্য ভালো স্কুল নেই। ডুয়ার্স এলাকাজুড়ে বিরসা মুণ্ডার মূর্তি বসানো হচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় মূর্তির চেহারা বিভিন্ন রকম।
এ বিষয়গুলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানাবেন তারা। আশা, তাদের দাবি অবশ্যই পূরণ করবেন রাষ্ট্রপতি।
সোমবার এই দুই যুবককে খাদা এবং মালা পরিয়ে শুভেচ্ছা জানান আদিবাসী একতা বিকাশ মঞ্চের সদস্য মহেশ বাগে।
তিনি বলেন, এই প্রথম কোনো আদিবাসী যুবক ডুয়ার্স এবং তড়াইয়ের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। আমরা ওদের পাশে আছি। এই গরম উপেক্ষা করে তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করছে। প্রায় ১৪০০ কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে যাবে। ওদলাবাড়ি, সেভক, শিলিগুড়ি হয়ে দুজনে দিল্লি যাবে। ৪০ দিন সময় লাগবে তাদের দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছাতে।
সূত্র: সংবাদপ্রতিদিন
এমএইচআর/জেআইএম