বাস্তব জ্ঞান অর্জন করতে বইমেলায় তারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে দোয়েল চত্বর অভিমুখী ২০-২৫ জনের একটা জটলা। দলে রয়েছে কিশোর-কিশোরী ও দুই ত্রিশোর্ধ্ব ব্যক্তি। গন্তব্য অমর একুশে বইমেলা। প্রাণের মেলা সম্পর্কে জানতে এবং জানাতে তাদের মেলায় নিয়ে এসেছেন শিক্ষকরা।
তারা এসেছেন ইসলামবাগ আইডিয়াল কলেজ থেকে। শিক্ষার্থীরা যেন বাস্তব জ্ঞান অর্জন করতে পারে সে জন্যে তাদের বইমেলায় আনা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ খান।
তিনি বলেন, অমর একুশে বইমেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা। শিক্ষার্থীরা যেন প্রাণের মেলার প্র্রতি আসক্ত হয় এবং বাংলাদেশের ইতিহাস এবং বাঙালি সম্পর্কে জানতে পারে সে জন্যেই তাদের নিয়ে আসা হয়েছে। ব্যস্ততার কারণে এক সাথে আসতে পারি না। তাই আজ সুযোগ পেয়েই তাদের নিয়ে মেলায় হাজির হলাম। মূলত শিক্ষার্থীরা যেন বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারে সে সুযোগটা করে দেয়াই মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
দলে থাকা সানজিদা সাহানা নামে এক শিক্ষার্থী বলেন, সবার সাথে মেলায় আসতে পেরে খুব ভালো লাগছে। শিক্ষকরা আমাদের সুযোগ করে দিয়েছেন। বইকে জ্ঞান অর্জনের মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, বই উপকারী, বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা হয়। আর বইমেলা হচ্ছে বাস্তবধর্মী জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম।
রবীন রহমান নামে আরেক শিক্ষার্থী বলেন, আমার কাছে নজরুলের বইসমূহ পড়তে ভালো লাগে। তাই সবাই দলবদ্ধ হয়ে আসার মাধ্যমে আমি আমার বন্ধুদের নজরুলের বই কিনতে উৎসাহী করবো। তাদেরও যেসব বই ভালো লাগে তারা আমাকে সে সব বই সম্পর্কে সাজেস্ট করবে। এটিই হচ্ছে দল বেঁধে মেলায় আসার অন্যতম পাওয়া।
মাহমুদা লাকী নামে আরেক শিক্ষার্থী বলেন, নিয়মিত পাঠ্য পুস্তক নিয়ে আমাদের পড়ে থাকতে হয়। তাই রিফ্রেশমেন্টের জন্য মেলায় আসা। এসব বই আমাদের জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি করবে।
এমএম/এমএইচ/এসকেডি/এবিএস