সোহেল বীরের টুটুন ও টুম্বা ভূত


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

ছেলেবেলায় ভূতের গল্প পড়তে কে না ভালোবাসে! দৃশ্যমান পৃথিবীর বাইরে আরেক কল্পনার জগতে বিচরণ করে বিমল আনন্দ পায় শিশু-কিশোররা। তাদের সেই আনন্দকে পরিপূর্ণতা দিতেই এই প্রজন্মের লেখক সোহেল বীর লিখেছেন `টুটুন ও টুম্বা ভূত` বইটি। শিশু-কিশোরদের গল্পের বই। মোট তিনটি গল্প আছে। ক্রাউন সাইজের মোট ১৬ পৃষ্ঠা সাদা আর্টপেপারে। পুরো বই চার রঙা।

বইটির প্রচ্ছদ ও অঙ্কন করেছেন ফারজানা পায়েল। শব্দশিল্প প্রকাশন থেকে প্রকাশ হয়েছে। পাওয়া যাবে বইমেলার স্টলে। স্টল নং: ৬৩৩। মূল্য: আশি টাকা।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।