অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ সহ্য করা হবে না : হানিফ


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাইরের কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বৃহস্পতিবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দল ও পেশাজীবী সংগঠনগুলোর মধ্যকার এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করেন।

হানিফ বলেন, পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে যেভাবে হস্তক্ষেপ করছে, তা কোনো সভ্য রাষ্ট্রই মেনে নিতে পারে না। মূলত যুদ্ধাপরাধের বিচার হচ্ছে বলেই পাকিস্তানের এমন জ্বালা।

তিনি বলেন, পাকিস্তানের সুরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও একথা বলেছেন। তিনি মুক্তিযুদ্ধ এবং শহীদদের নিয়ে একের পর এক মিথ্যাচার করছেন। যুদ্ধাপরাধ বিচার ঠেকাতেই তার এই ষড়যন্ত্র। কিন্তু মানুষ জেগেছে। তার এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। খালেদা জিয়ার মিথ্যাচারের জবাব দিতেই ১৫ ফেব্রুয়ারি রাজধানীতে মানববন্ধনে মানুষের ঢল নামবে।  

বৈঠকে বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী, বিএমএ-এর যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল আজিজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত প্রমুখ।

এএসএস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।