আফগানিস্তানে শেষকৃত্য অনুষ্ঠানে হামলায় নিহত ৯


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০১ ডিসেম্বর ২০১৪

আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। বাগলান প্রদেশের পুলিশ প্রধান আমিনুল্লাহ্ আমারখিল এএফপি কে বলেন, সোমবার সকালে বুরকা এলাকায় বাগলানের এক উপজাতীয় নেতার শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে মানুষের ভিড়ের মধ্যে প্রবেশ করে এ বিস্ফোরণ ঘটায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে বলা হয়েছে এই ঘটনায় দুই পুলিশসহ ৯ জন নিহত ও প্রায় ১৮ জন আহত হয়েছে। বুরকার জেলা প্রধান তাজ মোহাম্মদ তাকওয়া এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

তিনি আরও বলেন, শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়া বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও প্রাদেশিক পরিষদের সদস্যদের লক্ষ্য করেই সম্ভবত এ হামলা চালানো হয়েছে। তারা অক্ষত রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।