ব্রাজিলে একইসঙ্গে ২ হাজার জুটির বিয়ে (ভিডিও)


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০১ ডিসেম্বর ২০১৪

ব্রাজিলে একইসঙ্গে প্রায় দুই হাজার জুটির বিয়ে সম্পন্ন হয়েছে। রিও ডি জেনিরোর মারাকানাজিনহো স্টেডিয়ামে এ গণবিয়ে সম্পন্ন হয়। শহরটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিয়ের অনুষ্ঠান।

স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাৎসরিক এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এর উদ্দেশ্য হলো স্বল্প উপার্জনক্ষম নারী-পুরুষকে (যারা বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করতে পারেন না) বিবাহবন্ধনে আবদ্ধ হতে সহায়তা করা। বিয়ে উপলক্ষে স্থানীয় কর্তৃপক্ষ একটি যাত্রীবাহী ট্রেনে ফ্রি যাতায়াতের ব্যবস্থা করে।

কর্তৃপক্ষ মনে করছে, ‘দিয়া ডু সিম’ বা ‘আই ডু ডে’ নামের ওই বিয়ের অনুষ্ঠানে প্রায় ১২ হাজার লোক অংশ নেয়। যে সব কাপলের পারিবারিক উপাজর্নন এক হাজার ডলারের উপরে তাদের ওই বিয়েতে অংশ নেয়ার অনুমতি দেওয়া হয়।

অনুষ্ঠানে যাদের বিয়ে সম্পন্ন হয় তাদের শুভ কামনা জানান রোমান ক্যাথোলিক বিশপ ও খ্রিস্টান যাজক। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন যাবত একসঙ্গে বসবাস করে আসছেন। আবার অনেকের সন্তান হয়েছে, যাদের (সন্তানদের) বিয়ের অনুষ্ঠানে নিয়ে আসা হয়। - বিবিসি



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।