বিশ্বকাপ দলে ফিরতে পারেন শেহজাদ!


প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

অভিষেকের পর থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ক্রিকেটের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন আহমেদ শেহজাদ; কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মহীনতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন এই পাকিস্তানি; কিন্তু বাদ পড়েই আবার স্বরূপে ফিরেছেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাবাহিক পারফরম্যান্স করছেন ‘ব্যাড বয়’ খ্যাত শেহজাদ।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বশেষ পাঁচ ম্যাচে শেহজাদের রান ১২, ১৩, ৮, ৯ ও ১৬। ধারাবাহিক ব্যর্থতার কারণে গত নভেম্বরে পাকিস্তান দল থেকে বাদ পড়ে যান তিনি; কিন্তু পিএসএলে নিয়মিত রান করছেন এ ওপেনার। ৭ ম্যাচে এখন পর্যন্ত ১৪২.১০ স্ট্রাইক রেট নিয়ে করেছেন ২১৬ রান।

তার এ ফিরে আসার পর পাকিস্তান ক্রিকেটে গুঞ্জন উঠেছে বিশ্বকাপ দলে ফিরতে পারেন এ তারকা। নবাগত খুররম মঞ্জুরের পরিবর্তে দলে ঢুকতে পারেন বলে ধারনা করা হচ্ছে।  আইসিসির নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগের দিন পর্যন্ত দল পরিবর্তন করতে পারবে যে কোন দেশ। সে ক্ষেত্রে এই সুবিধা আদায় করতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।