মানি লন্ডারিং আইনের একটি ধারায় হাইকোর্টে রুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর বিষয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ সালের ৩১(৩) ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব, দুদকের চেয়ারম্যান, বিশেষ জজ আদালত-১ ঢাকাকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম। সঙ্গে ছিলেন, মো. নাজমুল হুদা ও ড. খন্দকার মারুফ হোসেন। অপরদিকে দুদকের পক্ষে আদালতে শুনানি করেন খুরশীদ আলম খান। এর আগে গত জানুয়ারিতে এ রিট আবেদন করেন।
এফএইচ/এসকেডি/পিআর