ইইউয়ে থাকা-না থাকা নিয়ে ব্রিটেনে গণভোট জুনে


প্রকাশিত: ০১:৫০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা-না থাকা নিয়ে অনুষ্ঠিতব্য গণভোটের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগামী ২৩ জুন এ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার ক্যামেরন এ ঘোষণা দিয়েছেন। এরআগে ইউরোপীয় ইউনিয়নে ধরে রাখতে ব্রাসেলসে দীর্ঘ বৈঠকের পর ব্রিটেনকে ইউনিয়নের ভেতর ‘বিশেষ মর্যাদা’ দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এই গণভোটের সিদ্ধান্তকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উল্লেখ করে ক্যামেরন বলেছেন, ইইউয়ে থাকার জন্য তিনি প্রচারণা চালাবেন।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা উচিত কি-না তা নিয়ে ইতোমধ্যেই মন্ত্রীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের ইইউয়ে থেকে যাওয়ার জন্য যারা প্রচারণা চালাবেন তাদের মধ্যে শুরুতেই আছেন স্বরাষ্ট্রসচিব থেরেনা মে। তবে বিরোধীপক্ষে রয়েছেন আইনসচিব মাইকেল গোভ।

বক্তব্যে ক্যামেরন হুঁশিয়ার করে দিয়েছেন ইইউ ছাড়ার সিদান্ত হবে কিছু না বুঝে নেয়া সিদ্ধান্তের মতো। ভোটারদের উদ্দেশে তিনি আরো বলেছেন, পছন্দ এখন আপনাদের হাতে। তবে আমার সুপারিশ পরিষ্কার। আমি বিশ্বাস করি, ইউরোপীয় ইউনিয়নে থাকলেই ব্রিটেন নিরাপদ, শক্তিশালী ও ভালো থাকবে।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।