রাবিতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে হাজারো মানুষের ঢল
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ একুশের প্রথম প্রহর থেকেই দেশের অন্যতম বৃহত্তম ও উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববদ্যিালয়ের (রাবি) আকাশে-বাতাসে ধ্বনিত হচ্ছিল এই ধ্বনি। রোববার সকাল থেকেই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার থেকে প্যারিস রোডে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন সবাই।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, রাজনৈতিক-স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। মাইকে পর্যায়ক্রমে এসব বিভাগ-সংগঠনের নাম ঘোষণা করছেন। এরপর একের পর এক শহীদ মিনারে ফুল দিচ্ছেন।
আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন ভাষাপ্রেমীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে বাড়তে থাকে হাজারো মানুষের ঢল। এ সময় কারো হাতে ফুল, কারো হাতে জাতীয় পতাকা এবং কারো হাতে প্ল্যাকার্ড দেখা গেছে।
এদিকে দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু করেন বিশ্বববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। পরে সকাল ৭টা থেকে বিভিন্ন পেশাজীবী সমিতি, সংগঠন ও এ্যালামনাই এসোসিয়েশনের প্রভাত ফেরি এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল সাড়ে ৮ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির আলোচনা সভা এবং সকাল ১০ টায় সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল সাড়ে ১০টায় সহায়ক কর্মচারী সমিতি ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি এবং সাধারণ কর্মচারী ইউনিয়নের নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট কমান্ডের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-২ এর সামনে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ২১ ফেব্রুয়ারি উপলক্ষে তিন দিনব্যাপি অমর একুশে বই মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জন মুখে এঁকে দিচ্ছনি দেশপ্রেম জাগানিয়া আল্পনা।
এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বরাবরের মতো পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যারয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার চত্বরে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় সমিতির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাতৃভাষার মর্যদা রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দিবসটিতে বিশ্ববিদ্যালয় শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
রাশেদ রিন্টু/এসএস/আরআইপি