ডাইনি অপবাদে মাথার চুল কেটে নির্যাতন!


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

ডাইনি অপবাদে এক নারীর মাথার চুল কেটে গলায় জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার ভারতের মালদহের ইংরেজবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চ-পল্লী এলাকায় এ ঘটনা ঘটেছে।

শুধু ডাইনি অপবাদই নয়, ওই নারীকে বিদ্যুতের খুটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে নির্যাতনের শিকার ওই নারীর পরিবারের সদস্যরা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারীকে ডাইনি অপবাদ দিয়ে স্থানীয় কিছু লোকজন মুখে কালি মাখিয়ে জুতার মালা গলায় পড়িয়ে দেয়। পরে তার মাথার চুল কেটে দিয়ে লোকজনের সামনে মারধরও করা হয়।

পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নির্যাতনের শিকার ওই নারী কৃষ্ণকালিতলা এলাকার বাসিন্দা ভারতী দাস। মালঞ্চ-পল্লী এলাকার অবসরপ্রাপ্ত সরকারী কর্মী প্রদীপ বসাকের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। প্রদীপের ছেলে সুদীপ দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। এজন্য ভারতী-দেবীকে দায়ী করেন পরিবারের সদস্যরা।

অভিযোগ ওই নারী যাদু করার কারণে সুদীপ অসুস্থ হয়ে পড়ছে। এমনই অভিযোগ তুলে ভারতীকে এলাকার নারীরা মারধর করেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।